ডেটা যেখানে মানুষের কাছাকাছি

রাজশাহীর সড়ক: নিহত বেশি বগুড়ায়, দুর্ঘটনা সিরাজগঞ্জে

শেয়ার করুন

দেশের ৬৪ জেলার ১০ বছরের (২০০৮ থেকে ২০১৭) সড়ক দুর্ঘটনার ডেটা। এর ভিত্তিতে আট বিভাগের সামগ্রিক দুর্ঘটনা-পরিস্থিতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে ডেটাফুল। আজ রাজশাহী বিভাগের পরিস্থিতি।

১. রাজশাহী বিভাগের ৮ জেলার মধ্যে দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে বগুড়া ও সিরাজগঞ্জে। জেলা দুটিতে ২০১৬-১৭ সালে বাৎসরিক সড়ক দুর্ঘটনার সংখ্যা ৫০ এর ওপরে ছিল।

১. বিভাগে ১০ বছরের বিবেচনায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা সবচেয়ে বেশি বগুড়ায়। এটিসহ সিরাজগঞ্জ, চাপাইনবাবগঞ্জ ও নাটোরে ২০১৭ সালে সড়কে প্রাণহানির সংখ্যা ৫০- এর ওপরে ছিল।


১. সিরাজগঞ্জ জেলায় গত ১০ বছরে সড়ক দুর্ঘটনায় আহতের সংখ্যা সবচেয়ে বেশি।

কোনো কোনো জেলার কোনো কোনো বছরের সড়ক দুর্ঘটনার ডেটা পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *