ডেটা যেখানে মানুষের কাছাকাছি

৪ বছর ধরে মৃত্যু বাড়ছে সড়কে

শেয়ার করুন

সবচেয়ে কম প্রাণহানি ২০১৩তে
গত ২০ বছরে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ছিল ২০০৭ ও ২০০৮ সালে। ওই দুই বছর মৃতের সংখ্যা সাড়ে তিন হাজারের বেশি ছিল।

১৯৯৮ থেকে বিবেচনায় দেখা যায়, ২০০৭-০৮ সালে সর্বোচ্চ প্রাণহানির পর থেকে সড়কে মৃত্যুর সংখ্যা কমতে থাকে। ২০১৩ সালে এরকম মৃত্যুর সংখ্যা নেমে আসে দুই হাজারের নিচে।

এরপর থেকে আবার সড়ক দুর্ঘটনায় মৃত্যূর সংখ্যা বাড়তে থাকে যা গতবছর আড়াই হাজার পেরিয়ে যায়।

সূত্র : পুলিশ সদর দফতর / বিবিএস

► দুর্ঘটনা সবচেয়ে বেশি ২০০৭-এ

সড়কে মৃত্যুর সংখ্যার মতোই ২০০৮৭-০৮ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা বেড়ে গিয়েছিল। ২০০৭ সালে দুর্ঘটনার সংখ্যা প্রায পাঁচ হাজার ছুঁই-ছুঁই।

গতবছর ও তার আগের বছর দেশে সড়ক দুর্ঘটনার সংখ্যা আড়াই হাজারের কিছু বেশি।

সূত্র : পুলিশ সদর দফতর / বিবিএস

► আহতের সংখ্যা কিছুটা কমেছে

১৯৯৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত কোনো বছর আড়াই হাজারের কম মানুষ সড়ক দুর্ঘটনায় আহত হননি।

২০০৬ থেকে কমতে শুরু করে ২০১৩ সালে এই সংখ্যা দেড় হাজারের নিচে নেমে আসে। তবে পরের বছর থেকেই আবার দুর্ঘটনায় আহতের সংখ্যায় ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়।

অবশ্য ২০১৭ সালে সড়কে আহতের সংখ্যা আগের বছরের চেয়ে কয়েকশ কম।

সূত্র : পুলিশ সদর দফতর / বিবিএস

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *