ডেটা যেখানে মানুষের কাছাকাছি

ঢাকায় কমেছে সড়ক দুর্ঘটনা, প্রাণহানি

শেয়ার করুন

গত ১০ বছরে ঢাকা মহানগরে সড়ক দুর্ঘটনার সংখ্যা তুলনামূলক বেশ কমেছে।

২০০৭ সালে যেখানে ৪৭৯টি দুর্ঘটনা ঘটেছিল, ২০১৭ সালে তা তিনশর নিচে নেমে এসেছে।

সূত্র : পুলিশ সদর দফতর / বিবিএস

একই সময়ে দুর্ঘটনার পাশাপাশি কমেছে দুর্ঘটনায় নিহতের সংখ্যাও। গতবছর দুর্ঘটনায় প্রাণ হারান ২১৫ জন।

সূত্র : পুলিশ সদর দফতর / বিবিএস

গত ১০ বছরে সড়কে সবচেেয়ে বেশি প্রাণহানি হয় ২০০৮ সালে। সেবছর মারা যান ৩৮১ জন।

[প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে এই প্রতিবেদনে গ্রাফগুলিতে ‘দুর্ঘটনা’র স্থলে ‘অঘটন’ শব্দটি ব্যবহার করা হয়েছে]

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *