বয়স ১ মাস থেকে শুরু করে ৫ বছরের কম। এরকম মেয়েশিশুদের মধ্যে বাংলাদেশে মৃত্যুর হার সবচেয়ে বেশি ৪ বছরের ওপরে কিন্তু ৫ বছরের নিচের বয়সীদের মধ্যে।
গত বছর গ্রামাঞ্চলে এরকম মেয়েশিশুদের প্রতি হাজারে মৃত্যুর হার ছিল ৩০ এর বেশি। নগর অঞ্চলে এই হার ২৭ এর কাছাকাছি।
নবজাতক অর্থাৎ এক মাসের কম বয়সী মেয়েশিশুদের ক্ষেত্রে মৃত্যুর হার গ্রামের চেয়ে নগরে বেশি ছিল। ১২ মাসের কম বয়সীদের ক্ষেত্রে গ্রাম-নগর দুই ক্ষেত্রেই মৃত্যুহার সমান।
বিভাগওয়ারি হিসেবে নবজাতক মেয়েশিশুর মৃত্যুর হার বেশি রাজশাহীতে। নবজাতক মৃত্যুর হার সবচেয়ে কম চট্টগ্রাম বিভাগে।
১২ মাসের কম বয়সী শিশুর মৃত্যুহারও রাজশাহী বিভাগে সবচেয়ে বেশি।
৪ বছরের ওপরে কিন্তু ৫ পূর্ণ হয়নি এমন মেয়েশিশুর মৃত্যুহারও সবচেয়ে বেশি রাজশাহী বিভাগে।
বাংলাদেশে সবগুলো বিভাগে ১-৪ বছর বয়সী মেয়েশিশুর মৃত্যুর হার অন্যান্য বয়সীদের তুলনায় কম।