ডেটা যেখানে মানুষের কাছাকাছি

লক্ষ্য ২০২৫: তথ্যপ্রযুক্তি খাতে কোন্ পদে কত কর্মী

শেয়ার করুন

তথ্যপ্রযুক্তি খাতকে বাংলাদেশের দ্রুত বর্ধনশীল খাত হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। আগামী কয়েক বছরে এই খাতে কী পরিমাণ কর্মসংস্থান হতে পারে? তার ইঙ্গিত রয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে।

সূত্র : বাংলাদেশের শ্রমবাজার ও দক্ষতার ঘাটতি /বিআইডিএস

বিআইডিএস-র গবেষণা অনুযায়ী, তথ্যপ্রযুক্তির সাতটি খাতেই কর্ম সংস্থান বাড়বে।

তবে বৃদ্ধি সবচেয়ে বেশি হবে প্রডাক্ট/প্রজেক্ট ম্যানেজার পদে। ২০২৫ সাল নাগাদ এই পদে কর্ম সংস্থান ৬০ হাজার পেরিয়ে যাবে।

কর্ম সংস্থান বৃদ্ধির সবচেয়ে কম হবে গ্রাফিক ডিজাইনার ও কোয়ালিটি অ্যান্ড অ্যাসুয়ারেন্স পদে। এই পদ দুটিতে কর্ম সংস্থানের সংখ্যা ২০ হাজার ছাড়াবে না দেখা যাচ্ছে বিআইডিএস-র গবেষণায়।

সূত্র : বাংলাদেশের শ্রমবাজার ও দক্ষতার ঘাটতি /বিআইডিএস

২০২৫ সাল পর্যন্ত তথ্যপ্রযুক্তি খাতে কর্ম সংস্থান লাখ ছাড়িয়ে যাবে প্রোগ্রামার/সিস্টেম অ্যানালিস্ট/সফটওয়্যার ইন্জিনিয়ার পদে।

২০২০ সাল নাগাদই এই পদে কর্ম সংস্থান দেড় লাখ ছুঁই-ছুঁই অবস্থায় পৌঁছুবে।

২০২৫ সালে এই পদে ২ লাখ ৪০ হাজার কর্ম সংস্থান হবে, বলছে বিআইডিএস-র গবেষণা প্রতিবেদন।


গবেষণাটি হয়েছে সরকারি প্রতিষ্ঠান স্কিল্স ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের উদ্যোগে। গত বছরের মে মাসে গবেষণাটি প্রকাশ করে বিআইডিএস।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *