দেশের ৬৪ জেলার ১০ বছরের (২০০৮ থেকে ২০১৭) সড়ক দুর্ঘটনার ডেটা। এর ভিত্তিতে আট বিভাগের সামগ্রিক দুর্ঘটনা-পরিস্থিতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করছে ডেটাফুল। আজ সিলেট বিভাগের পরিস্থিতি।
১. সিলেটের চার জেলাতেই সড়ক দুর্ঘটনার সংখ্যা ১০ বছরের ব্যবধানে কমেছে।
সবচেয়ে বেশি কমেছে সিলেট জেলায়। ২০০৮ সালে এখানে দুর্ঘটনার সংখ্যা ১০০-র বেশি থাকলেও ২০১৭ সালে তা ৩০-র নিচে নেমে আসে।
২০১৭ সালে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে হবিগঞ্জ জেলায়।
সুনামগঞ্জ ছাড়া বাকি তিন জেলায় গত দুবছর ধরে সড়ক দুর্ঘটনার সংখ্যা বাড়ছে।
২. সিলেট বিভাগে গত বছর সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে হবিগঞ্জ জেলায়। এরপরই রয়েছে সিলেট জেলা। হবিগঞ্জে সড়কে প্রাণহানির সংখ্যা সিলেটের দ্বিগুণ।
৩. সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার ঘটনা মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলায়।
হবিগঞ্জে দুর্ঘটনায় আহতের সংখ্যা বছর চারেক ধরে ১০-র নিচে রয়েছে।
সিলেটে আহতের সংখ্যা ১০-র নিচে রয়েছে গত দুবছর ধরে।