ঘুর্ণিঝড় ফণীর হাত থেকে বাঁচাতে দেশের প্রায় ১৩ লাখ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হলো সম্প্রতি। এর আগেও বিভিন্ন সময়ে ঝড়ের মুখে মূলত উপকূলীয় অঞ্চলের মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হয়।
তবে মানুষ আশ্রয়কেন্দ্রে যাওয়া মানেই ঝড়ের ক্ষতি থেকে মুক্ত থাকা নয়। অর্থনীতি, ভুমি, গবাদিপশু নানা খাতে প্রতিটি ঝড়ে বাংলাদেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন।
ঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষদের নিয়ে দেশের ৬৪ জেলায় কয়েকবছর আগে একটি বিস্তারিত জরিপ চালিয়েছিল বাংলাদেশ পরিসংখ্যা ব্যুরো (বিবিএস)। সেই জরিপে দেখা যায়, প্রাকৃতিক দুর্যোগে দেশে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন সিলেটের সুনামগঞ্জে।
ক্ষতিগ্রস্ত জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে পটুয়াখালী জেলা। তারপর রয়েছে ভোলা।
রাজশাহী বিভাগে নাটোর ও সিরাজগঞ্জে ক্ষতিগ্রস্তের সংখ্যা তিন লাখের বেশি।
ঢাকা বিভাগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা শরিয়তপুর।
ময়মনসিংহ বিভাগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা জামালপুর।
চট্টগ্রাম বিভাগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত চট্টগ্রাম জেলা। এখানে ক্ষতিগ্রস্ত জনসংখ্যা প্রায় তিন লাখের কাছাকাছি।