ডেটা যেখানে মানুষের কাছাকাছি

প্রাকৃতিক দুর্যোগ : অসুস্থতা ও চিকিৎসা ব্যয়ে শীর্ষে সুনামগঞ্জ

শেয়ার করুন

ডেটা বিশ্লেষণটি তৈরি করেছেন শামীমা আক্তার রিতা। ডেটাফুল আয়োজিত ডেটাভিত্তিক জলবায়ু প্রতিবেদন প্রশিক্ষণে অংশ নেয়ার পর তিনি এটি তৈরি করেন। বিশ্লেষণটি ঢাকা ট্রিবিউনের ওয়েবসাইটেও প্রকাশ হয়েছ।

দেশে প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বেশি অসুস্থ হয়েছে সুনামগঞ্জের মানুষ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত বাংলাদেশ ডিজেস্টার-রিলেটেড স্ট্যাটিস্টিকস ২০২১ (বিডিআরএস) এর ডেটায় দেখা যায়, প্রাকৃতিক দুর্যোগে ছয় বছরে (২০১৫-২০২০) সুনামগঞ্জে অসুস্থ হয় প্রায় ২ লাখ ৩৭ হাজার ৫৮৪ জন মানুষ। এই সংখ্যা বিবিএসের জরিপের আওতায় থাকা দুর্যোগে অসুস্থ মোট মানুষের ৯.২ শতাংশ।

অসুস্থতার সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে নেত্রকোণা। এ জেলায় ছয় বছরে দুর্যোগের পর অসুস্থ হয়েছে প্রায় ১ লাখ ৬৪ হাজার মানুষ। যা জরিপে থাকা অসুস্থ মানুষের ৬.৩ শতাংশ।

বিডিআরএসের আওতায় দেশে ছয় বছরে (২০১৫-২০২০) প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ ৭৫ লাখের বেশি পরিবারের ওপর জরিপ চালানো হয়। এসব পরিবারে দুর্যোগে অসুস্থ মোট মানুষের সংখ্যা ছিল ২৫ লাখ ৮৮ হাজার ৯২৫ জন। এসময় তারা চিকিৎসার পেছনে ব্যয় করেন প্রায় ৪ হাজার কোটি টাকা।

দুর্যোগে অসুস্থ মানুষদের চিকিৎসা ব্যয়েও এগিয়ে আছে দেশের অন্যতম দুর্যোগপ্রবণ জেলা সুনামগঞ্জ।

জরিপের ডেটা অনুযায়ী, সুনামগঞ্জে এ ছয় বছরে দুর্যোগে অসুস্থ মানুষ তাদের চিকিৎসা বাবদ খরচ করে ৩৪৫ কোটি টাকা। এই সময় নেত্রকোণার অসুস্থ মানুষ চিকিৎসার পেছনে ব্যয় করেছে ২৬৪ কোটি টাকা।

দেশে প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে শুধুমাত্র বন্যাতেই অসুস্থ হয় অর্ধেক মানুষ।

বিডিআরএস’র ডেটা পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশে ছয় বছরে (২০১৫-২০২০) প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বন্যায় অসুস্থ হয় ১৪ লাখ ১২ হাজার ৬৮৪ জন মানুষ। এই সংখ্যা জরিপে থাকা দুর্যোগে অসুস্থ মোট মানুষের প্রায় ৫০ শতাংশ।

অসুস্থতার অন্যতম আরো তিনটি কারণ জলাবদ্ধতা, ঘূর্ণিঝড় ও খরা। এই ৬ বছরে (২০১৫-২০২০) জলাবদ্ধতা জনিত কারণে অসুস্থতার শিকার হন ৩ লাখ ৮৩ হাজার মানুষ (১৪%), ঘূর্ণিঝড়ের প্রভাবে অসুস্থ হয় প্রায় ৩ লাখ ২৭ হাজার ২২১ জন মানুষ। যা এই জরিপের আওতায় থাকা মোট অসুস্থ মানুষের প্রায় ১২ শতাংশ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *