ডেটা বিশ্লেষণটি তৈরি করেছেন হাফিজুল মোল্লা। ডেটাফুল আয়োজিত ডেটাভিত্তিক জলবায়ু প্রতিবেদন প্রশিক্ষণে অংশ নেয়ার পর তিনি এটি তৈরি করেন। বিশ্লেষণটি নিউজবাংলা ২৪’র ওয়েবসাইটেও প্রকাশ হয়েছ।
৩৬ বছরের ব্যবধানে রাজধানী ঢাকায় ডিসেম্বর মাসের গড় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি রেকর্ড হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তাপমাত্রা বিষয়ক ডেটা বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
এতে দেখা যায়, ১৯৮৬ সালে ঢাকায় ডিসেম্বর মাসের গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা ২০২১ সালে এসে দাঁড়িয়েছে ১৭.১ ডিগ্রি সেলসিয়াসে।
১৯৯২ সালে ঢাকায় ডিসেম্বর মাসের গড় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.২ ডিগ্রি সেলসিয়াস। দশ বছর পর ২০০১ সালে তা ছিল ৪.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি।
এর এক দশক পর (২০১১ সালের ডিসেম্বরে) এই তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস, যা ২০০১ সালের তুলনায় দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। ২০২১ সালে ডিসেম্বরের গড় সর্বনিম্ন তাপমাত্রা ২.১ ডিগ্রি বেড়ে দাঁড়ায় ১৭.১ ডিগ্রি সেলসিয়াসে।
এই সময় ঢাকার গড় সর্বনিম্ন তাপমাত্রা সবচেয়ে বেশি ছিল ১৯৯৭ সালে (১৮.৭ ডিগ্রি সেলসিয়াস) এবং সবচেয়ে কম ছিল ১৯৯২ সালে (১০.২ ডিগ্রি সেলসিয়াস)।
ডেটাফুল (ডেটা: https://dataful.xyz/climate/home) বলছে, দশকভিত্তিক ডেটা পর্যালোচনা করে দেখা যায়, ঢাকায় ডিসেম্বর মাসের গড় সর্বনিম্ন তাপমাত্রার দশকভিত্তিক গড় ক্রমশই ঊর্ধ্বমুখী।
ঢাকায় ১৯৯২ থেকে ২০০১ সালের ডিসেম্বর মাসের গড় সর্বনিম্ন তাপমাত্রার গড় ছিল ১৪.২৮ ডিগ্রি সেলসিয়াস। পরের ১০ বছরের (২০০২-২০১১) তাপমাত্রার গড় ছিল ১৫.৮৩ ডিগ্রি সেলসিয়াস। যা তার আগের ১০ বছরের গড়ের তুলনায় ১.৫৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।
গত ১০ বছরে (২০১২-২০২১) ঢাকায় ডিসেম্বরের গড় সর্বনিম্ন তাপমাত্রার গড় ছিল ১৬.১৫ ডিগ্রি সেলসিয়াস। গত দশ বছরের চেয়ে যা দশমিক ৩২ ডিগ্রি সেলসিয়াস বেশি। অধিদপ্তরে ১৯৯৩, ১৯৯৬, ২০১৪ ও ২০২০ সালের তাপমাত্রার ডেটা পাওয়া যায়নি।