ডেটা বিশ্লেষণটি তৈরি করেছেন আনোয়ার হোসাইন সোহেল। ডেটাফুল আয়োজিত ডেটাভিত্তিক জলবায়ু প্রতিবেদন প্রশিক্ষণে অংশ নেয়ার পর তিনি এটি তৈরি করেন। বিশ্লেষণটি বাংলাভিশন টেলিভশনের ওয়েবসাইটেও প্রকাশ হয়েছ।
দেশে প্রাকৃতিক দুর্যোগে ফসলি জমির পরিমাণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জে। তবে ফসলি জমির আর্থিক ক্ষতি বেশি হয়েছে দিনাজপুরে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত বাংলাদেশ ডিজেস্টার-রিলেটেড স্ট্যাটিস্টিকস ২০২১ (বিডিআরএস) এর ডেটায় এ তথ্য পাওয়া গেছে। প্রকাশিত তথ্যে দেখা যায়, দেশে প্রাকৃতিক দুর্যোগে এই ছয় বছরে (২০১৫-২০২০) সুনামগঞ্জে জরিপের আওতায় থাকা ফসলি জমির ক্ষতি হয়েছে ৬১ হাজার ২১ একর। এই পরিমাণ বিবিএসের জরিপের আওতায় থাকা ক্ষতিগ্রস্ত মোট ফসলি জমির ৮ দশমিক ৭২ শতাংশ।
বিডিআরএসের এই জরিপের আওতায় দেশে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মোট জমির মধ্যে ফসলি জমি ছিল ৭ লাখ ১৪৫ একর।
ফসলি জমি ক্ষতির পরিমাণে দ্বিতীয় অবস্থানে রয়েছে দিনাজপুর। এ জেলায় দুর্যোগে ফসলি জমি নষ্ট হয়েছে ৫৬ হাজার ২৮৯ একর, যা জরিপের আওতায় থাকা ক্ষতিগ্রস্ত ফসলি জমির ৮ শতাংশ।
তবে দুর্যোগে ফসলি জমির আর্থিক ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে দিনাজপুরে। এই সময় দিনাজপুরে ফসলি জমির আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৭ হাজার কোটি টাকা। যা জরিপের আওতায় থাকা ক্ষতিগ্রস্ত মোট ফসলি জমির আর্থিক ক্ষতির পরিমাণের ১১ শতাংশ।
বিডিআরএস’র ডেটা অনুযায়ী, দেশে ছয় বছরে (২০১৫-২০২০) প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ফসলি জমির আর্থিক ক্ষতির পরিমাণ ছিল ৬৩ হাজার ২৪১ কোটি টাকা।
আর্থিক ক্ষতিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে টাঙ্গাইল জেলা (৮.৮০%) এবং তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা জেলা (৭.২৩%)। এরপর যথাক্রমে রয়েছে নেত্রকোণা, চট্টগ্রাম, বরিশাল, জামালপুর, পাবনা, সুনামগঞ্জ এবং কুড়িগ্রাম।
টাকার অঙ্কে ক্ষতিগ্রস্ত শীর্ষ জেলাগুলোর মধ্যে সুনামগঞ্জের অবস্থান ৯ নম্বরে। এ জেলায় ফসলি জমির আর্থিক ক্ষতি হয়েছে ২ হাজার ৫৫০ কোটি টাকা। যা জরিপে থাকা ক্ষতিগ্রস্ত মোট ফসলি জমির আর্থিক ক্ষতির পরিমাণের ৪ শতাংশ। তথ্যসূত্র: জলবায়ু বিষয়ক ডেটা হাব ‘ওপেন ক্লাইমেট’।