ডেটা যেখানে মানুষের কাছাকাছি

কোথায় ত্রাণ দেবেন তা ঠিক করবেন কিভাবে?

শেয়ার করুন

আপনি কি স্বেচ্ছাসেবী/সামাজিক সংগঠন বা ক্লাব কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের পক্ষ থেকে ঢাকা শহরে ত্রাণ বিতরণ করছেন? এখনো করে না থাকলেও করবেন বলে ভাবছেন? কোন্ এলাকায় আগে ত্রাণ দেয়া প্রয়োজন? খেটে খাওয়া দিনমজুর শ্রেণির জনসংখ্যা কোথায় বেশি তা জানা প্রয়োজন আপনার। ঢাকার কোন্ এলাকায় বস্তিবাসীর সংখ্যা বেশি- এই তথ্য জানা থাকলে ত্রাণ বিতরণের স্থান নির্ধারণ আপনার জন্য সহজ হবে। বুঝতে পারবেন কোন্ এলাকায় আগে ত্রাণ বিতরণ করা উচিত। এ লক্ষ্যে আপনাকে সহযোগিতার জন্য বস্তি ডেটাব্যাঙ্ক তৈরি করেছে ডেটাফুল

ডেটাব্যাঙ্ক ব্যবহার করবেন কিভাবে?
নিচের টেবলে ঢাকা শহরের এলাকাভিত্তিক বস্তির নাম ও জনসংখ্যা পাবেন।
Total বোতামে ক্লিক করে বস্তিগুলি জনসংখ্যার ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুযায়ী দেখতে পারবেন।
সুনির্দিষ্ট কোনো এলাকার বস্তির ডেটা দেখতে Search বক্সে সেই এলাকার নাম লিখুন।
Total বোতামে ক্লিক করে ওই এলাকার বস্তিগুলি জনসংখ্যার ঊর্ধ্বক্রম বা নিম্নক্রম অনুযায়ী দেখতে পারবেন।
[wpdatatable id=16]

ডেটা : বস্তিশুমারি ২০১৫ / বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো

ঢাকায় আপনার এলাকায় আক্রান্তের সংখ্যা জানতে ক্লিক করুন


কোভিড-১৯ : সামগ্রিক পরিস্থিতি দেখুন


কোভিড-১৯ : বাংলাদেশ ডেটা
[ivory-search id=”11947″ title=”covid-19″]
ডেটা : বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *