রাজধানীতে ২৮ এপ্রিল সবচেয়ে বেশি কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি শনাক্ত হয়েছে কাকরাইলে। ২৯ এপ্রিল রাতে আইইডিসিআর-এর প্রকাশ করা দৈনিক তালিকা অনুযায়ী এ সংখ্যা ২৭।
নতুন শনাক্ত মিলিয়ে কাকরাইলে কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৭৪।
তালিকা অনুযায়ী, এখন পর্যন্ত ঢাকায় সর্বোচ্চ সংক্রমিত ব্যক্তির মোট সংখ্যা সবচেয়ে বেশি রাজারবাগে (১৩০)। সেখানে ২৮ এপ্রিল শনাক্তের সংখ্যা ১১।
আইইডিসিআর প্রতিদিন রাতে একটি হিসাব প্রকাশ করে থাকে। এই হিসাবে সেদিন সকাল ৮টা পর্যন্ত শনাক্ত কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির মোট সংখ্যা পাওয়া যায়।
অবশ্য এর আগেই প্রতিদিন দুপুরে স্বাস্থ্য অধিদফতর অনলাইন ব্রিফিংয়ে নতুন শনাক্তের তথ্য জানিয়ে থাকে। শনাক্তের ওই সংখ্যা আগের ২৪ ঘণ্টার বলে উল্লেখ করে থাকে অধিদফতর।
দুই প্রতিষ্ঠানের বক্তব্য মিলিয়ে বোঝা যায় যে, প্রকাশিত তালিকায় প্রকাশের দিন সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টার ডেটা উপস্থাপন করা হয়ে থাকে।
ঢাকায় এ পর্যন্ত মোট শনাক্তের হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ কোভিড-১৯ পজিটিভ রয়েছেন যাত্রাবাড়িতে। এর কাছাকাছি রয়েছে লালবাগ ও কাকরাইল।
ঢাকায় আপনার এলাকায় আক্রান্তের সংখ্যা জানতে ক্লিক করুন