[প্রতিবেদনের শিরোনামে টাকার অঙ্ক ভুলবশত ১৮৮ কোটি লেখা হয়েছিল]
করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে দেয়া সাহায্যে এগিয়ে সরকারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে ১৬টি প্রতিষ্ঠানের অনুদান প্রায় ৭৫ কোটি ৫০ লাখ টাকা।

সরকারি প্রতিষ্ঠানের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয়ও রয়েছে।
গত ১৮ এপ্রিল পর্যন্ত অনলাইন গণমাধ্যমে প্রকাশিত খবর পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়। যেখানে অর্ধশত প্রতিষ্ঠান মিলে মোট দানের পরিমাণ দাঁড়ায় ১৭৭ কোটি ২৫ লাখ টাকা।
টাকার হিসেবে সরকারি প্রতিষ্ঠান এগিয়ে থাকলেও সংখ্যা বিবেচনায় এগিয়ে বেসরকারি প্রতিষ্ঠান।
এখন পর্যন্ত ২৯টি বেসরকারি প্রতিষ্ঠানের মোট অনুদান ৭১ কোটি টাকা। সরকারি প্রতিষ্ঠান থেকে যা প্রায় ৪.৫ কোটি টাকা কম।
এর মধ্যে সরকারি-বেসরকারি ৯টি ব্যাংক এ তহবিলে সাহায্য করে প্রায় ২৭ কোটি ৫০ লাখ টাকা।

এছাড়াও এ ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং আরো অনেকে।
অন্তত ৫ কোটি টাকা অনুদান দিয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১১।
সবচে বেশি ৩১ কোটি টাকা দিয়ে এগিয়ে আছে নৌ মন্ত্রণালয়। দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ পুলিশ। তাদের মোট অনুদানকৃত টাকা ২০ কোটি।
ঢাকায় আপনার এলাকায় আক্রান্তের সংখ্যা জানতে ক্লিক করুন