ডেটা যেখানে মানুষের কাছাকাছি

ঢাকার আট এলাকায় কোভিড-১৯ আক্রান্ত বাড়ছে

শেয়ার করুন

ঢাকা শহরের আট এলাকায় কোভিড-১৯ পজিটিভ শনাক্তের সংখ্যা অন্য এলাকাগুলির তুলনায় বাড়ছে। ১২ এপ্রিল (রবিবার) আইইডিসিআর প্রকাশিত ঢাকা শহরের কোভিড-১৯ পজিটিভ তালিকা বিশ্লেষণে এ তথ্য জানা যাচ্ছে।

১২ এপ্রিলের তালিকায় অন্তত ১০ জন কোভিড-১৯ পজিটিভ- এরকম এলাকা আটটি। এগুলো হলো:  উত্তরা, ওয়ারি, টোলারবাগ, ধানমন্ডি, বাসাবো, মিরপুর-১১, মোহাম্মদপুর ও লালবাগ। এলাকাগুলিতে সংক্রমণের ধারা দেখুন নিচের গ্রাফে।

covid-19-top-8
ডেটা : আইইডিসিআর

গত ৭ এপ্রিল থেকে আইইডিসিআর প্রকাশিত কোভিড-১৯ পজিটিভ তালিকার ভিত্তিতে এই সংক্রমণ চিত্র তৈরি করা হয়েছে।

আট এলাকার একটি মিরপুর। এখানকার বিভিন্ন সেকশনে সংক্রমণ বাড়ছে। ১২ এপ্রিলের হিসাব অনুযায়ী মিরপুর অঞ্চলে আক্রান্তের সংখ্যা ৩২ জন।

covid-19-mirpur
ডেটা : আইইডিসিআর

মিরপুর-১ নম্বর সেকশনে ১২ এপ্রিলের হিসাবে ৫ জন আক্রান্তের তথ্য রয়েছে। তবে এই ডেটা আইইডিসিআরের পূর্ববর্তী দিনগুলোর ডেটার সাথে সামঞ্জস্যহীন হওয়ায় এই সেকশনকে দৈনিক আক্রান্ত বৃদ্ধির চিত্র থেকে বাদ দেয়া হয়েছে।


কোভিড-১৯ : সামগ্রিক পরিস্থিতি দেখুন


কোভিড-১৯ : বাংলাদেশ ডেটা
[ivory-search id=”11947″ title=”covid-19″]
ডেটা : বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *