ঢাকার রাজারবাগে একদিনে ২২ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন।
২১ এপ্রিল রাতে প্রকাশিত আইইডিসিআর’র তালিকা অনুযায়ী বর্তমানে ঢাকার রাজারবাগ এলাকায় করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সংখ্যা সবচেয়ে বেশি (৫০ জন)। ২০ এপ্রিলের হিসেব অনুযায়ী এখানে আক্রান্তের সংখ্যা ছিল ২৮।
মোট শনাক্তের হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে মোহাম্মদপুর যেখানে ২১ এপ্রিল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪৪। এদের মধ্যে ৬ জন শনাক্ত হন আগের ২৪ ঘণ্টায়।
একদিনে সর্বোচ্চ কোভিড-১৯ পজিটিভ শনাক্তের হিসেবে ২১ এপ্রিলে দ্বিতীয় সর্বোচ্চ চক বাজারে (১২ জন)।
অন্তত ৩০ জন কোভিড-১৯ পজিটিভ রয়েছেন ঢাকায় এমন এলাকা পাঁচটি। এগুলো হলো, ওয়ারি (৩০), বংশাল (৩১), চক বাজার (৩১), যাত্রাবাড়ি (৩৫) ও লালবাগ (৩৫)।
২১ এপ্রিল বাংলাদেশে কোভিড-১৯ পজিটিভ শনাক্তের সংখ্যা ৪৩৪ (সর্বমোট ৩,৩৮২)।