বাংলাদেশে প্রথম কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি শনাক্ত হন গত ৮ মার্চ। এরপর মৃদু আকারে পরীক্ষা চলতে থাকে।
এপ্রিলের শুরু থেকে বাংলাদেশের কোভিড-১৯ পরীক্ষার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পরীক্ষা সংখ্যাও বাড়তে থাকে।
বাংলাদেশে যাদের নমুনা পরীক্ষা করা হচ্ছে তার কত শতাংশ কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন?
গত ৬ এপ্রিল পর্যন্ত দেশে দৈনিক পরীক্ষার সংখ্যা ৫০০-এর নিচে ছিল।
এখন পর্যন্ত দৈনিক ৫০০-এর বেশি নমুনা পরীক্ষা হয়েছে এমন দিনের সংখ্যা আট। এই দিনগুলিতে শনাক্তের হার বিশ্লেষণে দেখা যায়, নমুনার সংখ্যা অন্তত ৫০০ বৃদ্ধির সাথে সাথে শনাক্তের হার প্রায় ২% করে বাড়ছে।
কোভিড-১৯ পজিটিভ শনাক্তের সোজাসাপ্টা কোনো হার নির্ধারণ সম্ভব নয়। কারণ পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শনাক্তের সংখ্যাও বেড়ে যায়।
বিশ্বজুড়েই শনাক্তের ক্ষেত্রে এই প্রবণতা। এ কারণে মার্চের মাঝামাঝিতেই পরীক্ষার সংখ্যা বাড়াতে পরম আহ্বান জানিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।