ডেটা যেখানে মানুষের কাছাকাছি

বাংলাদেশে কোভিড-১৯ পজিটিভ শনাক্তের হার কত?

শেয়ার করুন

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি শনাক্ত হন গত ৮ মার্চ। এরপর মৃদু আকারে পরীক্ষা চলতে থাকে।

এপ্রিলের শুরু থেকে বাংলাদেশের কোভিড-১৯ পরীক্ষার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি পরীক্ষা সংখ্যাও বাড়তে থাকে।

বাংলাদেশে যাদের নমুনা পরীক্ষা করা হচ্ছে তার কত শতাংশ কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন?

covid-test-case-bangladesh
ডেটা : আইইডিসিআর / ভিজ্যুয়াল : ডেটাফুল

গত ৬ এপ্রিল পর্যন্ত দেশে দৈনিক পরীক্ষার সংখ্যা ৫০০-এর নিচে ছিল।

এখন পর্যন্ত দৈনিক ৫০০-এর বেশি নমুনা পরীক্ষা হয়েছে এমন দিনের সংখ্যা আট। এই দিনগুলিতে শনাক্তের হার বিশ্লেষণে দেখা যায়, নমুনার সংখ্যা অন্তত ৫০০ বৃদ্ধির সাথে সাথে শনাক্তের হার প্রায় ২% করে বাড়ছে।

কোভিড-১৯ পজিটিভ শনাক্তের সোজাসাপ্টা কোনো হার নির্ধারণ সম্ভব নয়। কারণ পরীক্ষার সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শনাক্তের সংখ্যাও বেড়ে যায়।

বিশ্বজুড়েই শনাক্তের ক্ষেত্রে এই প্রবণতা। এ কারণে মার্চের মাঝামাঝিতেই পরীক্ষার সংখ্যা বাড়াতে পরম আহ্বান জানিয়েছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান।


কোভিড-১৯ : সামগ্রিক পরিস্থিতি দেখুন


কোভিড-১৯ : বাংলাদেশ ডেটা
[ivory-search id=”11947″ title=”covid-19″]
ডেটা : বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *