ডেটা যেখানে মানুষের কাছাকাছি

কোভিড-১৯ : আক্রান্তদের ৭১% ঢাকা ও সংলগ্ন ২ জেলায়

শেয়ার করুন

বাংলাদেশে করোনাভাইরাস সংক্রমণের মূল কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা ও সংলগ্ন দুই জেলা। ২১ এপ্রিল পর্যন্ত সংক্রমিতের তালিকা বিশ্লেষণে এ তথ্য পাওয়া যাচ্ছে।

ডেটা : আইইডিসিআর

ঢাকা শহরে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি- এ তথ্য আমাদের সবার কমবেশি জানা। কিন্তু সেই ‘বেশি’ আসলে কতটা?

আইইডিসিআর-র ডেটায় দেখা যায়, দেশে মোট সংক্রমিতের ৪৪ শতাংশই ঢাকা শহরে।

সংক্রমিতের সংখ্যা বিবেচনায় এরপরই রয়েছে ঢাকা সংলগ্ন দুই জেলা নারায়ণগঞ্জ (১৭ শতাংশ) ও গাজীপুর (১০ শতাংশ)।

এই তিন জেলা মিলিয়ে মোট সংক্রমিতের সংখ্যা ১,৯৬৭। ঢাকা জেলার অন্যান্য স্থানে সংক্রমিত ৪৮ জনকে হিসেবে ধরলে এই সংখ্যা দাঁড়ায় ২০১৫।

এছাড়া ঢাকার নিকবর্তী দুই জেলা কিশোরগঞ্জ ও নরসিংদীতে সংক্রমিতের সংখ্যা মোট সংখ্যার ৫ শতাংশ করে। ২১ এপ্রিলের হিসেবে, বাকি ৪৯টি জেলায় সংক্রমিতের সংখ্যা ৫৪৪।

ঢাকায় আপনার এলাকায় আক্রান্তের সংখ্যা জানতে ক্লিক করুন

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *