পরপর দুদিন ২০-এর ঘরে শনাক্ত নিয়ে রাজারবাগ এখন ঢাকার সর্বোচ্চ করোনাভাইরাস সংক্রমিত এলাকা।
আইইডিসিআর-এর ২২ এপ্রিল রাতে প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজারবাগে মোট কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির ৭০।
রাজধানীতে অন্তত ৩০ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছে যেসব এলাকায়
এলাকা |
শনাক্ত |
রাজারবাগ | ৭০ |
মোহাম্মদপুর | ৪৪ |
লালবাগ | ৩৯ |
যাত্রাবাড়ি | ৩৭ |
বংশাল | ৩৪ |
চকবাজার | ৩২ |
ওয়ারি |
৩০ |
রাজারবাগে ২১ এপ্রিল শনাক্ত হন ২০ জন। এর আগের দিন সেখানে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হন ২২ জন।
রাজধানীর দ্বিতীয় সর্বোচ্চ সংক্রমিত এলাকা মোহাম্মদপুরে ২১ তারিখে নতুন কেউ শনাক্ত হননি।
ঢাকায় আপনার এলাকায় আক্রান্তের সংখ্যা জানতে ক্লিক করুন