ডেটা যেখানে মানুষের কাছাকাছি

কোভিড-১৯ : হেল্পলাইনে নতুন চিকিৎসক যুক্ত হচ্ছেন কম

শেয়ার করুন

হেল্পলাইনে কোভিড-১৯ বিষয়ে সেবা দিতে গত ৭ দিনে নতুন যুক্ত হয়েছেন ৩৭ জন চিকিৎসক। আগের সপ্তাহের তুলনায় যা ৮ গুণ কম।

স্বাস্থ্য অধিদফতরের ডেটা অনুযায়ী, ২৫ এপ্রিল হেল্পলাইনে যুক্ত মোট চিকিৎসক সংখ্যা ৪,০০০-এর বেশি।

১৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন গড়ে ১০০-এর বেশি চিকিৎসক হেল্পলাইনে যুক্ত হয়েছিলেন। আর গত এক সপ্তাহে মোট যুক্ত হন ৫০ জনেরও কম।

covid-19-helpline-doctors
ডেটা : স্বাস্থ্য অধিদফতর / চার্ট : ডেটাফুল

এক মাস আগে হেল্পলাইনে সেবাদানকারী চিকিৎসকের সংখ্যা ছিল ৫০০-এর কম। তারপর থেকেই ধীরে ধীরে বাড়তে থাকে নতুন যুক্ত হওয়া স্বেচ্ছাসেবী চিকিৎসকের সংখ্যা।

৯ এপ্রিলের হিসেবে আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক চিকিৎসক হেল্পলাইনে যুক্ত হয়েছিলেন (৪৫০)।

হেল্পলাইনে ২৪ এপ্রিল পাওয়া ফোন কলের মোট সংখ্যা ছিল৭৭,৪৩৭। এর মধ্যে ৫২,৬৩৪টি কল এসেছিল স্বাস্থ্য বাতায়নের নম্বরে (১৬২৬৩)। জাতীয় হেল্পলাইনে (৩৩৩) এসেছিল ২২,১৩১টি। আইইডিসিআর-এর হেল্পলাইনে এসেছিল ২,৬৭২টি।


ঢাকায় আপনার এলাকায় আক্রান্তের সংখ্যা জানতে ক্লিক করুন


কোভিড-১৯ : সামগ্রিক পরিস্থিতি দেখুন


কোভিড-১৯ : বাংলাদেশ ডেটা
[ivory-search id=”11947″ title=”covid-19″]
ডেটা : বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *