ডেটা যেখানে মানুষের কাছাকাছি

কোভিড-১৯ : ঢাকায় মিটফোর্ড মোহাম্মদপুরে সর্বাধিক নতুন রোগী

শেয়ার করুন
Covid-dhk-new-18
ঢাকায় এ পর্যন্ত ১১৫টি এলাকায় কোভিড-১৯ সংক্রমণ ঘটেছে। সংক্রমিত এলাকাগুলোর ২৩টিতে নতুন করে কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি শনাক্ত হয়েছেন। ১৮ এপ্রিল সকাল ৮টার হিসেব অনুযায়ী, ২৩ এলাকার মধ্যে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছেন মিটফোর্ড (৯ জন) ও মোহাম্মদপুর (৮ জন) এলাকায়। ঢাকার কোভিড-১৯ সংক্রমিত এলাকার নতুন তালিকায় নতুন যুক্ত হয়েছে রাজাবাজার এলাকা। এই এলাকায় কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন একজন। ডেটা : আইইডিসিআর / ১৮ এপ্রিল (হিসাব সকাল ৮টা পর্যন্ত)

ঢাকায় আপনার এলাকায় আক্রান্তের সংখ্যা জানতে ক্লিক করুন


কোভিড-১৯ : সামগ্রিক পরিস্থিতি দেখুন


কোভিড-১৯ : বাংলাদেশ ডেটা
[ivory-search id=”11947″ title=”covid-19″]
ডেটা : বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *