দেশের ছয় মহানগরের পাঁচটিতই ২০১৮ সালে খুনের সংখ্যা আগের বছরের তুলনায় কমেছে। শুধু রাজশাহী মহানগরে আগের বছরের তুলনায় খুন বেড়েছে।
খুলনা ও বরিশাল ছাড়া বাকি পাঁচ মহানগরে গত পাঁচ বছর ধরে খুনের সংখ্যা কমতির দিকে।
কমতির দিকে থাকলেও ঢাকা মহানগরে গত পাঁচ বছরের মধ্যে চার বছই খুনের সংখ্যা ২০০-এর ঘরেই।
বরিশাল, রাজশাহী, সিলেট ও খুলনা মহানগরে খুনের অপরাধ পাঁচ বছর ধরেই ৫০-এর নিচে রয়েছে।