ডেটা যেখানে মানুষের কাছাকাছি

মাদক নিয়ে ‘বন্দুকযুদ্ধের’ ৭ ইনফোগ্রাফিক [আপডেট ২৭ মে]

শেয়ার করুন

২৭ মে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রকাশিত খবর অনুযায়ী, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে অন্তত ৭৮ জন নিহত হয়েছেন।  কোথায় কতজন নিহত হলেন? বয়স কত তাদের? কার বিরুদ্ধে কত মামলা ছিল? ‘বন্দুকযুদ্ধ’গুলো হলোই বা কোন্ সময়ে? এসব প্রশ্নের জবাব নিয়ে একগুচ্ছ ইনফোগ্রাফিক।


কোন্ জেলায় নিহত কত


কবে কোথায় ‘বন্দুকযুদ্ধ’


কোথায় কোন্ বাহিনি

[কিছু ক্ষেত্রে লাশ উদ্ধারের কথা জানানো হয়।  সেসব ঘটনায় মাদক ব্যবসায়ীরা নিজেদের মধ্যে গুলি বিনিময়ে নিহত হয়েছেন বলে পুলিশ ও র‌্যাব বলে থাকে।]


কোথায় কবে ‘বন্দুকযুদ্ধ’


কোথায় কখন ‘বন্দুকযুদ্ধ’


বন্দুকযুদ্ধে নিহতদের বয়স কত


নিহতদের কার বিরুদ্ধে কত মামলা


তথ্যসূত্র: বিডিনিউজ২৪ডটকমে প্রকাশিত খবর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *