দেশের আট বিভাগে মার্চের তুলনায় এপ্রিলে ১৫টি বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
মার্চের মতোই এপ্রিল মাসেও খুনের অপরাধ সবচেয়ে বেশি হয়েছে ঢাকা বিভাগে। তবে সেখানে এপ্রিলে খুনের ঘটনা মার্চের তুলনায় ১১টি কম।
রাজশাহী বিভাগে এপ্রিলে খুন হয়েছে ৩৮টি যা আগের মাসের চেয়ে ৪টি কম। খুনের অপরাধে এপ্রিলে এই বিভাগ রয়েছে তৃতীয় স্থানে।
এক মাসের ব্যবধানে খুনের অপরাধ বেড়েছে পাঁচটি বিভাগে।
খুনের অপরাধ সবচেয়ে বেশি বেড়েছে চট্টগ্রাম বিভাগে। এখানে এপ্রিলে খুন হয়েছে ৬৬টি যা আগের মাসের চেয়ে ১৫টি বেশি। মোট থুন বিবেচনায় দ্বিতীয় স্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ।
ময়মনসিংহ বিভাগে এপ্রিলে আগের মাসের তুলনায় ৬টি বেশি খুন হয়েছে। খুলনা বিভাগে খুন বেড়েছে ৫টি। খুন বেড়েছে বরিশালেও।