বাংলাদেশের ৮টি জেলার বাতাসের মান নিয়মিত পরিমাপ করে থাকে বাংলাদেশ পরিবেশ অধিদফতর। সেই ডেটা নিয়ে এই প্রতিবেদন।
আগের দিনের তুলনায় রবিবার দেশে বায়ুদূষণ খানিকটা কমেছে। অর্থাৎ এই দিন বায়ুমানের কিছুটা উন্নতি হয়েছে।
ঢাকা ও চট্টগ্রামে শনিবার বায়ুমান ছিল ‘অস্বাস্থ্যকর’। তবে রবিবার তা অনেকটা ভালো হয়ে পৌঁছায় ‘সহনীয়’ পর্যায়।
সিলেট ও গাজীপুরে রবিবারের বাতাস ছিল ‘ভাল’ যদিও আগের দিন তা ছিল ‘সহনীয়’ পর্যায়ে।
নারায়ণগঞ্জে বাতাসের মান শনিবার ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও রবিবার বায়ুদূষণ বেশ অনেকটা কমে নেমে আসে ‘সহনীয়’ পর্যায়ে।
রবিবার বরিশালের বাতাসের মান ‘সতর্কতা’ ছিল। এখানে শনিবারের ডেটা পাওয়া যায়নি।
এদিকে রাজশাহীতে বায়ুমান ছিল আগের দিনের সাথে অপরিবর্তিত, রবিবার খুলনার ডেটা পাওয়া যায়নি।