ক্রমশ খারাপই হচ্ছে দেশের বাতাসের মানু।
বুধবার ঢাকার পাশাপাশি গাজীপুর ও নারায়ণগঞ্জের বাতাসও ”অত্যন্ত অস্বাস্থ্যকর’ পর্যায়ে অবনমিত হয়। যদিও মঙ্গলবার নারায়ণগঞ্জের বাতাস ছিল ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে।
সিলেটের বাতাসের দূষণ আগের দিনের মাত্রাতেই ছিল বুধবার। আর আগের দিনের তুলনায় এই দিন বায়ুদূষণ খানিকটা কমে আসে বরিশালে।