ডেটা যেখানে মানুষের কাছাকাছি

২৬.০২.১৯: খুলনার বাতাস ‘ভাল’, দূষণ কমেছে ৫ জেলায়

শেয়ার করুন

বাংলাদেশের ৮টি জেলার বাতাসের মান নিয়মিত পরিমাপ করে থাকে বাংলাদেশ পরিবেশ অধিদফতর। সেই ডেটা নিয়ে এই প্রতিবেদন।

তথ্যসূত্র: বাংলাদেশ পরিবেশ অধিদফতর

আগের দিনের তুলনায় মঙ্গলবার দেশে বায়ুমানের উন্নতি হয়েছে। অর্থাৎ বায়ুদূষণ বেশ খানিকটা কমেছে এই দিন।

খুলনায় মঙ্গলবারের বাতাস ছিল ‘ভাল’, যদিও আগের দিন তা ছিল ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে।

চট্টগ্রাম, সিলেট ও বরিশালে সোমবার বায়ুমান ছিল ‘অস্বাস্থ্যকর’। তবে মঙ্গলবার তা কিছুটা ভালো হয়ে পৌঁছায় ‘সহনীয়’ পর্যায়।

নারায়ণগঞ্জে বাতাসের মান সোমবার ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকলেও মঙ্গলবার বায়ুদূষণ বেশ অনেকটা কমে নেমে আসে ‘সতর্কতা’ পর্যায়ে।

এদিকে মঙ্গলবার ঢাকাতে বায়ুমান ছিল আগের দিনের সাথে অপরিবর্তিত, এদিন গাজীপুর ও রাজশাহীর ডেটা পাওয়া যায়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *