ডেটা যেখানে মানুষের কাছাকাছি

ঢাকায় মে মাসের শুরু ও শেষে বাতাস ভাল ছিল

শেয়ার করুন

মে মাসের প্রথম ১০ দিন কম বায়ুদূষণের শিকার হয়েছে ঢাকা জেলার মানুষ। ১ থেকে ১০ তারিখের মধ্যে দুই দিন বায়ুমান ছিল ‘সহনীয়’ মাত্রায়, ছয় দিন ‘সতর্কতা’ পর্যায়ে।

দ্বিতীয় ১০ দিন বায়ুমান তুলনামূলক খারাপ ছিল প্রথম ১০ দিনের চেয়ে। ১১-২০ তারিখের মধ্যে চার দিন বায়ুমান ছিল ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। আর একদিন ছিল ‘খুব অস্বাস্থ্যকর’।

মাসের শেষ দিনগুলোয় সবচেয়ে ভালো বাতাস পেয়েছে ঢাকা জেলার মানুষ। ২১-৩০ মে’র মধ্যে সাত দিনই বায়ুমান ছিল ‘সহনীয়’ পর্যায়ে।


ডেটাসূত্র: বাংলাদেশ পরিবেশ অধিদফতর

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *