দেশের বায়ুমানকে ছয়টি ভাগে ভাগ করে থাকে পরিবেশ অধিদফতর। সেই ছয় ভাগের ইতিবাচক তিনটির-‘সতর্কতা’, ‘সহনীয়’ ও ‘ভাল’- একটিরও দেখা গত মাসে পায়নি ঢাকাবাসী। মার্চ মাস পুরোটাই যথেষ্ঠ অস্বাস্থ্যকর বাতাসে শ্বাস নিয়েছে রাজধানী ঢাকার মানুষ।
মার্চ মাসের প্রথম দু’দিনই ঢাকার বাতাস ছিল ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’। এরপর মাসের মাঝামাঝি পর্যন্ত ঢাকার বাতাস ছিল’খুব অস্বাস্থ্যকর’।
মাসের মাঝামাঝি দু’দিন বায়ুদূষণ খানিকটা কমে বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে উন্নীত হয়। মার্চের শেষ তিনটি দিনও বাতাস ছিল ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে।