মার্চের তিন ভাগের এক ভাগ সময় তুলনামূলক কম দূষিত বাতাসে বসবাস করেছে চট্টগ্রামের মানুষ। মাসটির ১১ দিন চট্টগ্রামের বাতাসে দূষণ ছিল ‘সতর্কতা’ পর্যায়ে।
তবে মার্চ মাসটি শুরু হয়েছিল ‘খুব অস্বাস্থ্যকর’ বাতাসে শ্বাস নেয়ার মধ্য দিয়ে। বায়ুদূষণের এই মাত্রার মুখোমুখি তাদের হতে হয়েছে মার্চের আরো চার দিন।
ওই মাসের আরো দুটি দিন চট্টগ্রামের মানুষের কেটেছে ‘অস্বাস্থ্যকর’ বাতাসে। আর ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বায়ুতে তাদের শ্বাস নিতে হয়েছে মার্চের আট দিন।