৩রা মর্চ শনিবার নারায়ণগঞ্জের বাতাস ছিল ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে। গত কিছুদিনের বায়ুদূষণের মান বিবেচনায় এটি ছিল নারায়ণগঞ্জের ক্ষেত্রে একটি ভাল দিন।
কেননা এই জেলার বাতাস বেশিরভাগ সময় ‘খুব অস্বাস্থ্যকর’ বা ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকে।
শনিবার গাজীপুরের বাতাস ছিল ‘অত্যণ্ত অস্বাস্থ্যকর’।
খুলনা ও রাজশাহী জেলার ৩রা মার্চের বায়ুদূষণ ডেটা পায়নি পরিবেশ অধিদফতর।