সাম্প্রতিক সময়ের মধ্যে বাতাসের মান বিবেচনায় বাংলাদেশের জন্য স্মরণীয় এক দিন ছিল সোমবার ।
এদিন দেশে কোথাও, যে আটটি জেলায় বায়ুমান পরিমাপ করে পরিবেশ অধিদফতর, বাতাস চরম মাত্রায় দূষিত ছিল না।
রোববার রাজশাহী ও গাজীপুরের বাতাস ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ থাকলেও সোমবার এখানকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে উন্নিত হয়।
তবে ঢাকা ও চট্টগ্রামের বাতাস আগের দিনের মতোই ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল।