শনিবার ২৪ ফেব্রুয়ারি মানুষের জন্য তুলনামূলক ভাল দিন গেছে।
এই দিন আগের তুলনায় দেশের বাতাস তুলনামূলক স্বাস্থ্যকর ছিল।
আট জেলার মাত্র দুটির বাতাস ছিল ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’। দুটি ছিল ‘খুব অস্বাস্থ্যকর’।
বাকি চারজেলার দুটির বাতাসের মান ছিল ‘অস্বাস্থ্যকর’। একটি ছিল ‘সতর্কতা’ পর্যায়ে।
গত সাত দিনের বেশি সময়ের মধ্যে এইদিনই শুধু একটি জেলার বাতাসে দূষণ ছিল ‘সহনীয়’ মাত্রায়।