বাংলাদেশ পরিবেশ অধিদফতর প্রতিদিন বাতাসের মান পরিমাপ করে দেশের আটটি জেলায়।
এই আট জেলার তিনটির বাতাসই ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ পর্যায়ে ছিল মঙ্গলবার। ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ বাতাসের তিন জেলার একটি বুধবার উন্নিত হয়েছিল ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে, আরেকটি ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে।
এছাড়া দুটি জেলার বাতাস মঙ্গলবার ছিল ‘খুব অস্বাস্থ্যকর’। এই দুই জেলার একটি বুধবার উন্নিত হয় ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে।
আট জেলার মধ্যে বরিশালের বুধবারে ডেটা পায়নি পরিবেশ অধিদফতর।
চলতি সপ্তাহে এ পর্যন্ত সামগ্রিকভাবে বুধবার দেশে বাতাসের মান তুলনামূলক ভাল দেখা গেছে।