সোমবার ১২ ফেব্রুয়ারি কেমন ছিল ঢাকার বাতাস? উত্তর হলো ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’।
রোববার ‘খুব অস্বাস্থ্যকর’ থাকলেও পরদিন ঢাকার বাতাসের মান আরো খারাপ হয়েছে, জানা যাচ্ছে পরিবেশ অধিদফতরের বায়ুমান তথ্যে।
বাংলাদেশের ৮টি জেলার বাতাসের মান নিয়মিত পরিমাপ করে থাকে বাংলাদেশ পরিবেশ অধিদফতর।
সোমবারের ডেটায় দেখা যায়, ৮ জেলার সবগুলোতেই বায়ুমান খারাপ হয়েছে।
রোববার গাজীপুরের বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ থাকলেও সোমবার তা-ও ‘অত্যন্ত অস্বাস্থ্যকর’ পর্যায়ে চলে যায়।
সোমবার খুলনার বাতাস ছিল ‘অস্বাস্থ্যকর’, যদিও আগের দিন সেখানে ছিল ‘সতর্কতা’ পর্যায়।
চট্টগ্রাম ও বরিশালের বাতাস আগের দিনের মতোই সোমবারও ‘অস্বাস্থ্যকর’ ছিল।
মানচিত্র সৌজন্য: By Raiyan (Own work) [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], via Wikimedia Commons