বাংলাদেশের ৮টি জেলার বাতাসের মান নিয়মিত পরিমাপ করে থাকে বাংলাদেশ পরিবেশ অধিদফতর।
রোববার ১১ ফেব্রুয়ারি কেমন ছিল জেলাগুলোর বাতাসের মান?
শনিবার গাজীপুরের বাতাস চরম অস্বাস্থ্যকর থাকলেও রোববার তার খানিকটা উন্নতি হয়।
নারায়ণগঞ্জের বাতাস শনিবার ছিল খুব অস্বাস্থ্যকর। রোববার তা হয়ে দাঁড়ায় চরম অস্বাস্থ্যকর।
চট্টগ্রামের অবস্থা শনি-রবি দুদিন একই। বরিশালের অবনতি ঘটে সতর্কতা অবস্থান থেকে অস্বাস্থ্যকর পর্যায়ে।
মানচিত্র সৌজন্য: By Raiyan (Own work) [CC BY-SA 4.0 (https://creativecommons.org/licenses/by-sa/4.0)], via Wikimedia Commons