ডেটা যেখানে মানুষের কাছাকাছি

লাভ করছে বিমান

শেয়ার করুন

রাষ্ট্রায়ত্ত্ব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ফ্লাইট যায় ৭টি দেশি ও ১৫টি বিদেশি গন্তব্যে।

২০১৬-১৭ অর্থবছর (অর্থাৎ জুলাই, ২০১৬ থেকে জুন, ২০১৭) ২৩ লাখ ৪৫ হাজার ৩৭৩ জন যাত্রীকে সেবা দেয় বিমান। এই অর্থবছরে বিমানের আয় ধরা হয়েছে ৪ হাজার ৪৬৭ কোটি টাকা, ব্যয় ৪ হাজার ৩৪৭ কোটি।

সূত্র: বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৭ / অর্থ মন্ত্রণালয়  ::  *প্রাক্কলিত আয়-ব্যয়

২০০৯-১০ থেকে ২০১৩-১৪ অর্থবছর পর্যন্ত লোকসান গোণে বিমান।

সেই ধারা কাটিয়ে ২০১৪-১৫ অর্থবছর থেকে লাভে আছে বিমান।  ২০১৬-১৭ অর্থবছরে বিমানের লাভ ধরা হয়েছে ১২০ কোটি টাকা।

সূত্র: বাংলাদেশ ইকোনমিক রিভিউ ২০১৭ / অর্থ মন্ত্রণালয় :: *প্রাক্কলিত আয়-ব্যয়

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *