সড়কে অনিয়ম অব্যবস্থাপনার বিরুদ্ধে শিক্ষার্থীদের স্বতস্ফূর্ত প্রতিবাদের তাৎক্ষণিক কোনো ফল কি এসেছে?
গাড়িচালক-পথচারীরা কি আগের চেয়ে বেশি সতর্ক হয়েছেন? সড়ক দুর্ঘটনার সংখ্যায় কি কোনো পরিবর্তন এসেছে প্রতিবাদ-পরবর্তী সময়ে?
দেশের দুই বিভাগের গত কয়েক বছরের অগাস্ট মাসের সড়ক দুর্ঘটনার ডেটার ভিত্তিতে বিষয়টি দেখার চেষ্টা করেছে ডেটাফুল।
ঢাকা জেলায় চলতি বছরের অগাস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা আগের কয়েক বছরের তুলনায় বেশি।
বিভাগের কয়েকটি জেলায় গত কয়েক বছরের অগাস্টে সড়কে প্রাণহানি হয়নি। তবে চলতি বছরের অগাস্টে সেসব জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি হয়েছে।
চট্টগ্রাম বিভাগের চার জেলায় শুধু চলতি বছরের অগাস্টে সড়কে প্রাণহানি হয়েছে।
চট্টগ্রাম ও কুমিল্লা জেলাতেও চলতি বছরের অগাস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
প্রতিবেদনে ব্যবহৃত সড়ক দুর্ঘটনার ডেটা অনলাইন সংবাদমাধ্যম ও দৈনিক পত্রিকার অনলাইন সংষ্করণ থেকে খুঁজে নেয়া হয়েছে। প্রতিবেদনে সংযুক্ত করার মতো সড়ক দুর্ঘটনার তথ্য আপনার জানা থাকলে নিচে মন্ত্যব্যের ঘরে উল্লেখ করতে পারেন।