বাংলাদেশে ২০ বছরে অগ্নিকাণ্ডের সংখ্যা ৩ গুণেরও বেশি বেড়েছে ।
১৯৯৭ সালে দেশে ৫ হাজার ৮০২টি অগ্নিকাণ্ড হয়। ২০১৬ সালে অগ্নিকাণ্ডের সংখ্যা গিয়ে দাঁড়ায় ১৬ হাজার ৮৫৮তে।
আশার কথা হলো, অগ্নিকাণ্ডের সংখ্যা হুহু করে বাড়লেও এসব ঘটনায় আহত ও নিহত হওয়ার ঘটনা কমেছে।
২০০৬ সালে ৯ হাজার ৫৪২টি অগ্নিকাণ্ডের ঘটনায় ৮৭৩ জন আহত ও ৯১ জন নিহত হন।
২০১৬ সালে অগ্নিকাণ্ডের সংখ্যা প্রায় ১৭ হাজার হলেও সেসময় আহত হন ২৪৭ জন, নিহত হন ৫২।
[এই প্রতিবেদনে ২০১০ সালে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা ভুলবশত কম উল্লেখ করা হয়েছিল। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।]