বাংলাদেশে অগ্নিকাণ্ডে গতবছর প্রাণহানি হয়েছে ১৩০ জনের। এর আগের চার বছরে (২০১৪-২০১৭) প্রাণহানির সংখ্যা প্রতিবছরই ১০০-এর নিচে ছিল।
গত ১৩ বছরের মধ্যে ওই চার বছরেই প্রাণহানি কমে এসেছিল। ২০০৭ থেকে অগ্নিকাণ্ডে প্রাণহানির সংখ্যা বাড়তে থাকে যা ২০১১ সালে দাঁড়ায় সর্বোচ্চ ৩৬৫ জনে।
গতবছর দেশে অগ্নিকাণ্ড হয়েছে ১৯,৬৪২টি। অর্থাৎ প্রতিদিন গড় অগ্নিকাণ্ডের সংখ্যা ৫৩।
২০০৯ সালে দেশে অগ্নিকাণ্ডের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়। পরবর্তী দুই বছরে দেশে বছরে অগ্নিকাণ্ডের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়ে যায়।
গত ২২ বছরে অগ্নিকাণ্ডে দেশে সর্বোচ্চ ক্ষতি হয়েছিল ২০১৫ সালে। সে বছর ক্ষতির পরিমাণ টাকার অঙ্কে আটশ কোটি ছাড়িয়ে যায়।
পরবর্তী দুই বছরে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ কমে এলেও গতবছর আবার তা বেড়ে প্রায় চারশ কোটিতে পৌঁছায়।