ঢাকা ও বরিশাল ছাড়া অন্য চার মহানগরে জুলাই মাসে নারী-শিশু নির্যাতনের অপরাধ বেড়েছে।
রাজধানীতে এ ধরনের অপরাধ জুনের তুলনায় জুলাইয়ে সামান্য কমলেও অন্য মহানগরগুলোর তুলনায় তা তিন গুণ বেশি।
অন্যান্য মহানগরে যেখানে অপরাধের সংখ্যা ৫০ এর নিচে সেখানে ঢাকায় তা ১৫০ এর বেশি।
পুলিশ রেঞ্জ বা বিভাগীয় বিবেচনায় জুলাই মাসে নারী-শিশু নির্যাতনের অপরাধ বেড়েছে সবখানেই।
ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে এ অপরাধ বৃদ্ধির হার প্রায় সমান।
ঢাকা বিভাগে জুলাইয়ে নারী-শিশু নির্যাতন হয়েছে ৩০০-এর বেশি, যা জুনে ২৫০-এর কিছু বেশি ছিল।
চট্টগ্রাম ও রাজশাহীতে জুলাইয়ে নারী-শিশু নির্যাতনের অপরাধ ২০০ অতিক্রম করেছে যা জুনে ছিল ১৫০ এর চেয়ে খানিকটা বেশি।