দেশে সাত বিভাগের মধ্যে ২০১৭ সালে শুধু রাজশাহীতে নারীর বিয়ের গড় বয়স কমেছে। ২০১৬ সালে এই বিভাগের নারীদের বিয়ের গড় বয়স ১৮ থাকলেও গত বছর তা ১৮ এর নিচে নেমে গেছে।
নারীর বিয়ের গড় বয়সের হিসেবে দেশে সবচেয়ে এগিয়ে সিলেট বিভাগ। এখানে ২০১৭ সালে গড় বয়স ২১ বছরের কাছাকাছি।
রংপুর বিভাগে ২০১৬ সালে গড় বয়স ১৮ এর কম থাকলেও গতবছর তা ১৮ ছাড়িয়ে কয়েক মাস এগিয়েছে।
ধর্মীয় সম্প্রদায় ভেদেও নারীর বিয়ের গড় বয়সে পরিবর্তন দেখা গেছে।
মুসলিম নারীর বিয়ের গড় বয়স ২০১৬ সালের তুলনায় গতবছর কয়েক মাস কমেছে (সাড়ে ১৯ বছর)।
হিন্দু নারীর বিয়ের গড় বয়স ২০১৭ সালে তার আগের বছরের তুলনায এক মসা কমেছে।
এসভিআরএস ২০১৭ প্রকাশিত হয় ২০১৮ বছরের মে মাসে
[প্রতিবেদনটির ধর্মীয় সম্প্রদায় ভেদে বিয়ের বয়সের অংশটি সংশোধিত]