[অপরাধের সংখ্যা দেখতে > কম্পিউটার হলে গ্রাফের ওপর কার্সর রাখুন, মোবাইল বা ট্যাব হলে গ্রাফে ট্যাপ করুন]
খুলনা বিভাগে নারী-শিশু নির্যাতনের অপরাধ মার্চের তুলনায় এপ্রিলে কমেছে, জানা যাচ্ছে বাংলাদেশ পুলিশের অপরাধ ডেটা থেকে।
তবে এপ্রিলে এই বিভাগে খুনের ঘটনা বেড়েছে। অপহরণের অপরাধও মার্চের চেয়ে একটি বেশি ঘটেছে এই বিভাগে।
খুলনা মহানগরে ‘খুন হয়নি’
বিভাগীয় হিসাবে এপ্রিলে খুনের অপরাধ বাড়লেও খুলনা মহানগরে গত দুই মাসে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয়নি।
পুলিশের ডেটা অনুযায়ী, মার্চ-এপ্রিল দুই মাস খুলনা মহানগরে অপহরণের কোনো ঘটনাও ঘটেনি।
একইসঙ্গে নারী-শিশু নির্যাতনের অপরাধ মার্চের চেয়ে এপ্রিলে কম হয়েছে এই মহানগরে।