তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে কর্ম সংস্থানে লিঙ্গ-বৈষম্য কেমন? এ বিষয়েও ডেটা ভিত্তিক একটি সুনির্দিষ্ট ধারণা পাওয়া সম্ভব বিআইডিএস-র সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদন থেকে।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নানা খাতে পুরুষের তুলনায় নারীর কর্ম সংস্থান কম- এটাই স্বাভাবিক ধারণা। কিন্তু এই কম ঠিক কতটা?
বিআইডিএস-র ডেটায় দেখা যায়, এই তথ্যপ্রযুক্তিতে নারীর সর্বোচ্চ কর্ম সংস্থান কল সেন্টারে। এই খাতে কর্মীদের ৪৯ শতাংশ নারী,আ ৫১ শতাংশ পুরুষ।
তথ্যপ্রযুক্তির অন্য খাতগুলোর কোনোটিতে নারীর কর্ম সংস্থান ২৫ শতাংশের বেশি নয়। নেটওয়ার্কিং, হার্ডঅয়্যার ও এনিমেশন খাতের প্রতিটিতে নারী কর্মীর সংখ্যা মোট কর্মীর ১০ শতাংশেরও কম।
অন্যদিকে তথ্যপ্রযুক্তির ১০ খাতের নয়টিতেই কর্মীদের ৭৫ শতাংশের বেশি পুরুষ।
গবেষণাটি হয়েছে সরকারি প্রতিষ্ঠান স্কিল্স ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রামের উদ্যোগে। গত বছরের মে মাসে গবেষণাটি প্রকাশ করে বিআইডিএস।