বাংলাদেশে চাকরিরত বা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত জনসংখ্যার এক তৃতীয়াংশের বয়স ১৫-২৯ বছরের মধ্যে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো-বিবিএস’র ২০১৬ সালের জরিপ অনুযায়ী, কর্মে যুক্ত জনসংখ্যার দুই-তৃতীয়াংশের বয়স ৩০-৬৪ বছর।
জাতীয় পর্যায়ে ১৫-২৯ বছর বয়সী ৪৫ দশমিক ৬ শতাংশ মানুষ কর্মে যুক্ত; নারীদের ক্ষেত্রে তা ৩০ শতাংশের নিচে।
গ্রামাঞ্চলে কর্মে যুক্ত এই বয়সী নারীর হার পুরুষের চেয়ে কিছুটা বেশি।
গ্রামাঞ্চলে ৩০-৬৪ বছর বয়সীদের ক্ষেত্রেও কর্মযুক্তিতে পুরুষের চেয়ে নারী খানিকটা এগিয়ে।
নগরাঞ্চলে একই বয়সীদের ক্ষেত্রে নারীর কর্মযুক্তির হার পুরুষের চেয়ে লক্ষ্যণীয় মাত্রায় বেশি।