[অপরাধের সংখ্যা দেখতে > কম্পিউটার হলে গ্রাফের ওপর কার্সর রাখুন, মোবাইল বা ট্যাব হলে গ্রাফে ট্যাপ করুন]
এক মাসের ব্যবধানে সিলেট বিভাগে নারী-শিশু নির্যাতনের অপরাধ বেড়েছে উল্লেখযোগ্য সংখ্যায়, জানা যাচ্ছে বাংলাদেশ পুলিশের ডেটা থেকে।
একই ডেটায় দেখা যায়, এপ্রিলে নারী-শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে সিলেট মহানগরেও।
সেখানে এপ্রিলে খুনও হয়েছে আগের মাসের চেয়ে বেশি।