নারীকর্মীর সংখ্যা বা লৈঙ্গিক সমতা বিবেচনায় বাংলাদেশের ব্যাঙ্কগুলোর অবস্থা কেমন? এ নিয়ে এক ষান্মাসিক প্রতিবেদন (জুলাই-ডিসেম্বর ২০১৭) সম্প্রতি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে দেখা যাচ্ছে, ব্যাঙ্কগুলোতে সবচেয়ে বেশি সংখ্যায় নারীকর্মী রয়েছে প্রারম্ভিক বা সূচনা পর্যায়ে; তবে তা-ও ২০% শতাংশ ছুঁতে পারেনি।
১. বিদেশি ব্যাঙ্ক বাদ দিলে সূচনা পর্যায়ে সবচেয়ে বেশি নারীকর্মী বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কে।
২. মধ্যবর্তী পর্যায়ে কর্মীর ক্ষেত্রে নারীকর্মীর সংখ্যা সূচনা পর্যায়ের চেয়ে কমে এসেছে। দেশি-বিদেশি সব ব্যাঙ্কেই একই অবস্থা।
৩. ব্যাঙ্কগুলোর উচ্চপর্যায়ে নারীকর্মীর সংখ্যা আরো কম। দেশের সরকারি-বেসরকারি উভয় ধরনের ব্যাঙ্কে এই পর্যায়ে নারীকর্মীর সংখ্যা শতাংশ হিসাবে দুই অঙ্ক ছাড়াতে পারেনি।
৪. বোর্ড সদস্যের ক্ষেত্রে নারীর উপস্থিতি শতকরা হিসাবে উচ্চ পর্যায়ের নারীকর্মীর সংখ্যার চেয়ে বেশি।