ডেটা যেখানে মানুষের কাছাকাছি

ইন্টারঅ্যাকটিভ : ঢাকা শহরে কোথায় কতজন কোভিড-১৯ পজিটিভ

শেয়ার করুন

[আপডেট : ২৩ জুন (আইইডিসিআর প্রকাশিত ঢাকার এলাকাভিত্তিক কোভিড-১৯ পজিটিভের সংখ্যা মোট শনাক্ত সংখ্যার তুলনায় কম হওয়ায় এই মানচিত্রটি ৯ মে’র পর থেকে আর আপডেট করা হচ্ছে না)]

মানচিত্রটি ব্যবহার করবেন যেভাবে

১. বৃত্তগুলি একটি এলাকার সুনির্দিষ্ট ঠিকানা নির্দেশক নয়। বরং এগুলো সংশ্লিষ্ট এলাকা নির্দেশক।

২. পুরো ঢাকা শহরের মানচিত্র একবারে দেখানোর কারণে আপনি কয়েকটি ভরাট বৃত্ত দেখতে পাচ্ছেন।

৩. ভরাট বৃত্তের মাঝখানে যে সংখ্যা দেখা যাচ্ছে তা সংলগ্ন করোনাভাইরাস আক্রান্ত এলাকার সংখ্যা।

৪. স্ক্রল (মোবাইলে ট্যাপ) করে মানচিত্রটি জুম ইন করলে বিভিন্ন এলাকার নামের ওপর নীল রঙের ফাঁকা বৃত্ত দেখতে পাবেন।

৫. ফাঁকা বৃত্তে ক্লিক (মোবাইলে ট্যাপ) করলে এলাকার নামসহ সেখানে কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংখ্যা দেখতে পাবেন।

ডেটা : ৮ মে, আইইডিসিআর || ম্যাপিং : ডেটাফুল

কোভিড-১৯ : সামগ্রিক পরিস্থিতি দেখুন


কোভিড-১৯ : বাংলাদেশ ডেটা
[ivory-search id=”11947″ title=”covid-19″]
ডেটা : বাংলাদেশ স্বাস্থ্য অধিদফতর