ডেটা যেখানে মানুষের কাছাকাছি

দুই লাখ কোভিড-১৯ পজিটিভ : শীর্ষ ৫ দেশ বনাম বাংলাদেশ

শেয়ার করুন

বাংলাদেশে প্রথম কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয় ৮ই মার্চ। চার মাস পর (১৮ জুলাই) দেশে কোভিড-১৯ রোগীর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়।

বাংলাদেশসহ সব দেশ মিলিয়ে দুই লাখের বেশি কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি শনাক্ত হয়েছে এমন দেশের সংখ্যা ১৮।

ডেটা : স্বাস্থ্য অধিদফতর/বাংলাদেশ

শনাক্ত সংখ্যা বিবেচনায় এখনো সবচে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত প্রায় ৪২ লাখ মানুষ।

সংক্রমণের শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে প্রথম কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি শনাক্ত হয় ২১ জানুয়ারি। এপ্রিলের শুরুতে এসে মোট শনাক্ত হয় দুই লাখ কোভিড-১৯ রোগী। এতে দেশটির সময় লেগেছিল ৭৩ দিন।

যেখানে বাংলাদেশের দুই লাখ পর্যন্ত আসতে সময় লাগে ১৩৩ দিন।

শনাক্তের সংখ্যা বিবেচনায়, শীর্ষ ৫ দেশের মধ্যে ২৪ লাখ শনাক্ত নিয়ে দুই নম্বর অবস্থানে ব্রাজিল। প্রায় ১৪ লাখ শনাক্ত নিয়ে তিন নম্বরে ভারত। দুই লাখ শনাক্ত হতে বাংলাদেশের চেয়ে ৭ দিন কম সময় লাগে প্রতিবেশী দেশ ভারতের (১২৬ দিন)।

ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোল-এর সবশেষ (২৫ জুলাই) ডেটায় দেখা যায়, আগের দিন দৈনিক হিসেবে যুক্তরাষ্ট্রে শনাক্ত হয় প্রায় ৭৮ হাজারের বেশি মানুষ। একদিনের হিসেবে যা দেশটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ।

এছাড়াও এদিন ব্রাজিলে ৫৫ হাজার ও ভারতে শনাক্ত হয় প্রায় ৫০ হাজার মানুষ।

শনাক্তের সংখ্যায় প্রথমবার শীর্ষ ৫-এ উঠে এসেছে সাউথ আফ্রিকা। প্রায় সাড়ে ৪ লাখ শনাক্ত নিয়ে রাশিয়ার পরে পঞ্চম স্থানে অবস্থান করছে আফ্রিকার এ দেশটি।

মার্চের প্রথম সপ্তাহে এখানে প্রথম রোগী শনাক্ত হয়। এর ১২৪ দিন পর (৭ জুলাই) সাউথ আফ্রিকায় আক্রান্তের সংখ্যা হয় দুই লাখ।