বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত মানুষদের অর্ধেকই ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। গত ১৪ জুলাই সুস্থ হওয়া রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের ১৯ জুলাইয়ের ডেটা অনুযায়ী, দেশে মোট কোভিড-১৯ শনাক্তের সংখ্যা প্রায় ২ লাখ ৫ হাজার। এর বিপরীতে সুস্থতা লাভ করেছেন ১ লাখ ১২ হাজার।
সুস্থতার হিসেবে বড় উল্লম্ফন ঘটে ১৫ জুন। এই দিনের হিসেবে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া মানুষের সংখ্যা ১৫ হাজারের বেশি। এরপর থেকে এ পর্যন্ত দৈনিক গড়ে দুই হাজারের বেশি কোভিড-১৯ পজিটিভ মানুষ সুস্থ হয়েছেন।
শুধু জুলাই মাসের ডেটা বিশ্লেষণ করলে দেখা যায়, এ মাসে শনাক্ত ও সুস্থতার গড় হার ছিল প্রায় সমান। গত ১৯ দিনে কোভিড-১৯ শনাক্ত হয় প্রায় ৫৫ হাজার মানুষ এবং সুস্থ হয় ৫০ হাজার।
দেশে প্রথম কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয় ৮ মার্চ। শনাক্তের ১০৩তম দিনে (১৮ জুন) শনাক্ত রোগী এক লাখ ছাড়ায়। তার এক মাস পর ১৮ জুলাই শনাক্তের সংখ্যা দুই লাখ ছাড়িয়ে যায়।