বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগি শনাক্ত হওয়ার কথা ঘোষণা করা হয়েছিল গত ৮ই মার্চ। আর কোভিড-১৯ পজিটিভ ব্যক্তির সংখ্যা ৫ লাখ ছাড়িয়েছে গত ২০ ডিসেম্বর । এতে দেশটির সময় লেগেছে ২৭৮ দিন।
বাংলাদেশসহ বিশ্বে সাড়ে ৫ লাখের বেশি কোভিড-১৯ পজিটিভ ব্যক্তি শনাক্ত হয়েছে এমন দেশের সংখ্যা ২৭। সবশেষ এ তালিকায় যুক্ত হয় বাংলাদেশের নাম।
জুন মাসের শেষের দিকে দেশে দৈনিক পরীক্ষার সংখ্যা পৌঁছায় সর্বোচ্চ ১৮ হাজারে। তবে জুলাই থেকেই আবার কমতে শুরু করে পরীক্ষা। পরীক্ষার সংখ্যা কমার সাথে কমতে শুরু করে শনাক্ত রোগির সংখ্যাও।
সেপ্টেম্বরে দৈনিক পরীক্ষা হয় গড়ে প্রায় ১৩ হাজার, বিপরীতে গড় শনাক্ত ছিল ১,৭০০ জন। অক্টোবরে এসে পরীক্ষা ও শনাক্তের হার খানিকটা কমে যায়। অক্টোবর মাসে দৈনিক পরীক্ষার গড় ১২ হাজার ৫০০ এবং গড়ে শনাক্ত হয় ১,৪২৫।
কিন্তু নভেম্বরে তা আবার কিছুটা বৃদ্ধি পায়। নভেম্বর মাসে দৈনিক গড়ে পরীক্ষা হয় প্রায় ১৪ হাজার ৫০০। দৈনিক গড়ে শনাক্ত হয় ১,৯০০ জন।
তবে ডিসেম্বরে পরীক্ষার সংখ্যা বাড়লেও, নভম্বরের তুলনায় কমেছে শনাক্তের সংখ্যা। চলতি মাসের ২০ তারিখ পর্যন্ত প্রতিদিন গড়ে পরীক্ষা করা হয় ১৫ হাজারের কিছু বেশি, যেখানে দৈনিক শনাক্ত হয় গড়ে প্রায় ১,৮০০ মানুষ।
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ডেটা অনুযায়ী, শনাক্ত সংখ্যা বিবেচনায় এখনো সবচে এগিয়ে আছে যুক্তরাষ্ট্র। ৫ লাখ শনাক্তে পৌঁছাতে যুক্তরাষ্ট্রের সময় লেগেছিল ৮২ দিন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট শনাক্ত প্রায় ১ কোটি ৭৬ লাখ মানুষ।
শনাক্তের সংখ্যা বিবেচনায়, শীর্ষ ৫ দেশের মধ্যে ১ কোটি শনাক্ত নিয়ে দুই নম্বরে অবস্থান করছে প্রতিবেশি দেশ ভারত। শনাক্ত সংখ্যা ৫ লাখ হতে বাংলাদেশের চেয়ে ১২৯ দিন কম সময় লাগে ভারতের (১৪৯ দিন)।
ভারতের চেয়ে ২৮ লাখ কম শনাক্ত নিয়ে তিন নম্বরে ব্রাজিল (৭২ লাখ)। ব্রাজিলে প্রথম করোনা শনাক্ত হয় ২৫ ফেব্রুয়ারি। ৫ লাখ শনাক্ত হতে ব্রাজিলের সময় লেগেছিল ৯৭ দিন।
প্রায় ২৮ লাখ শনাক্ত নিয়ে চতুর্থ স্থানে রাশিয়া ও ২৫ লাখ শনাক্ত নিয়ে পঞ্চম স্থানে অবস্থান করছে ফ্রান্স। এই দুই দেশের ৫ লাখ করোনা শনাক্ত হতে সময় লেগেছিল যথাক্রমে ১৩৩ ও ২৪৬ দিন।
ইউরোপিয়ান সেন্টার ফর ডিজিজ প্রিভেনশন এন্ড কন্ট্রোলের ১৪ ডিসেম্বরের ডেটা অনুযায়ী আগেরদিন সবচে বেশি (১,৮৯,৭২৩) শনাক্ত হয় যুক্তরাষ্ট্রে।
আগের ৩০ দিনের ডেটা পর্যালোচনা করে দেখা যায়, যুক্তরাষ্ট্রে দৈনিক গড়ে শনাক্ত হয় ১ লাখ ৬৩ হাজার মানুষ।
অক্টোবরের শেষ দিনে যুক্তরাষ্ট্রে দৈনিক হিসেবে শনাক্ত প্রথবারের মতো লাখ ছাড়িয়ে যায়। এরপর তা উর্ধমুখী। ২৭ নভেম্বর তা ছাড়িয়ে যায় ২ লাখে। এদিকে ১১ ডিসেম্বর দেশটিতে প্রায় ২ লাখ ৩৫ হাজার মানুষ শনাক্ত হয়, একদিনের হিসেবে যা এখন অব্দি সর্বোচ্চ।
এদিকে ভারতে শনাক্তের হার কিছুটা নিম্নমুখী। গত এক মাসে এখানে গড় শনাক্ত প্রায় ৪০ হাজার।
ব্রাজিলে গত এক মাসে গড়ে শনাক্ত হয় প্রায় ৩২ হাজার। ফ্রান্স ও রাশিয়ায় গড়ে শনাক্ত হয় ২৩ হাজারের কিছু বেশি মানুষ।
যেখানে বাংলাদেশে এ সময়ে গড় শনাক্ত ছিল প্রায় ২ হাজার মানুষ।